খায়রুল আলম মনির
খায়রুল আলম মনির একজন লেখক, গবেষক ও বিজ্ঞান বিষয়ক বই লেখার জন্য বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি একেবারে তরুণ দীপ্তমান লেখক। খুব অল্প সময়ের মধ্যে এতোগুরো গ্রন্থ রচনা সত্যিই বিস্ময়কর ব্যাপার। খায়রুল আলম মনির পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি.এস.এস সম্মান এবং ১৯৯৫ সালে একই বিষয়ে এম.এস.এস ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও বেশ কয়েকিট একাডেমিক ডিগ্রি অর্জন করেছেন কৃতিত্বের সাথে। ভ্রমণ করেছেন বেশ কয়েকটি দেশ। তার মৌলিক রচনা প্রায় অর্ধশত। তার রচিত গ্রন্থাবলির মধ্যে রয়েছে- জীবনের জন্য বিজ্ঞান, ছোটদের বিজ্ঞান নিয়ে খেলা, আধুনিক বিশ্বের বিজ্ঞান, বিজ্ঞান নিয়ে ভাবনা, সম্প্রতি প্রকাশিত হয়েছে।

Showing all 5 results
Showing all 5 results